জেরার সময় স্ত্রী দীপিকার পাশে থাকতে চান রণবীর সিং
- আপডেট সময় : ১০:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১০৮৫ বার পড়া হয়েছে
বলিউডে বর্তমানে চলছে মাদক নিয়ে মহাকাণ্ড। একের পর নায়িকা, নায়কের মাদকের সঙ্গে যুক্ত থাকার খবর পাওয়া যাচ্ছে। সে খবরে নতুন নাম দীপিকা পাড়ুকোন। তাকে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে। আর সে জেরার সময় স্ত্রী দীপিকার পাশে থাকতে চান রণবীর সিং। এনসিবির কাছে এক লিখিত আবেদনে এ কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : চুমু খেতে ভয় পান সালমান খান
তিনি আবেদনে বলেছেন, দীপিকা প্রায়শই অ্যাংজাইটিতে ভোগেন। বড় ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে তার প্যানিক অ্যাটাকও হয়। আর এর জন্যই তার জেরার সময় স্ত্রীর পাশে থাকা প্রয়োজন।
সম্প্রতি গোয়ায় বেরাতে গিয়েছিলেন দীপিকা-রণবীর দম্পতি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে তারা মুম্বাই ফিরেন। বিমানবন্দর থেকে ফেরার সময় স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন রণবীর। ফলে জেরার সময় পাশে থাকার বিষয়টি অপ্রত্যাশিত নয়।
এখন পর্যন্ত এনসিবি রণবীরের চিঠির উত্তরে কোন জবাব দেয়নি। এখন দেখার বিষয় তারা কী জবাব দেয়। যদি দীপিকা অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমতি দেওয়া হয়, তাহলে বিষয়টি হবে নজিরবিহীন।