শিরোনাম:
মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতনকারী গ্রেফতার
News Editor
- আপডেট সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১১০০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কামারখন্দে চোর সন্দেহে শফিক (৩০) নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা সেই ফরহাদুল হক হ্যাপিকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। হ্যাপি উপজেলার জামতৈল ইউনিয়নের রুহুল আমিন মাস্টারের ছেলে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাকে।
আরও পড়ুনঃ এমসি কলেজে গণধর্ষণ: ঘটনা চাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় আ.লীগ নেতারা!
ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার ছাগল চোর সন্দেহে ওই যুবককে গাছে বেঁধে নির্যাতন করেন হ্যাপি। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি কামারখন্দ পুলিশের নজরে আসে। পরে কামারখন্দ থানার এসআই আফজাল হোসেন বাদী হয়ে মামলা করেন। ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।



















