সিলেট এম সি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এবং খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী নারীকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ শেষ হয়। এসময় মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদল নেতারা সিলেট এম সি কলেজে ধর্ষনের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ এম সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক মিলাদ উদ্দীন ভূঁইয়া, জবি ছাত্রদল নেতা আজিমুল হাসান চৌধুরী, তাহসান রেজা, খোরশেদ আলম রকি,শামিম হোসেন, নাসির উদ্দিন ঢালী, কাজী জিয়া উদ্দীন বাসেত, শরিফ উদ্দিন, হোসেন আলী, জাফর আহমেদ, রাশেদ বিন হাসিম, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ,রাশেদুল ইসলাম রাহাত সহ আরো অনেকে।