DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৩শে মে ২০২৫
ঢাকাশুক্রবার ২৩শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শূন্যে লাফিয়ে নিশ্চিত ছক্কা আটকানোয় সচিনের প্রশংসা

News Editor
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গতকাল রাজস্থানের ইনিংসের ৭.৩ ওভারের পঞ্জাবের বোলার মুরুগান অশ্বিনের শর্ট বলে সঞ্জু সপাটের শর্ট নিশ্চিত ছক্কা হবার কথা থাকলেও সবাইকে অবাক করে বাউন্ডারি লাইনে শরীর ছুড়ে সঞ্জুকে তালুবন্দিও করে ফেলেন পুরান।

মুহূর্তের মধ্যে পুরান বুঝতে পারেন তাঁর শরীর বাউন্ডারি লাইনের বাইরে চলে গিয়েছে। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে শূন্যে ভেসে থাকা অবস্থাতেই পুরান বল ছুড়ে দেন মাঠের ভিতরে। সেই যাত্রায় ছক্কা বাঁচিয়ে দেন পুরান। এরকম দুরন্ত ফিল্ডিং সচরাচর দেখা যায় না।

আবারও সেঞ্চুরি, রাজস্থানের সামনে ২২৪ রানের বিশাল লক্ষ্য দিল পাঞ্জাব

পুরানের দুরন্ত ফিল্ডিং দেখে বসে থাকতে পারেননি পঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডসও। বাউন্ডারি লাইনের ধারে বসে থাকা জন্টি পুরানের ফিল্ডিং দেখে চেয়ার ছুড়ে উঠে দাঁড়িয়ে তার প্রচেষ্টাকে হাততালি দিয়ে সম্মান জানান।

এদিকে সচিন টেন্ডুলকারো দুরন্ত ফিল্ডিং দেখে টুইট এই ক্যাচের প্রশংসায় টুইট করতে ভুলে যাননি। এ সময় তিনি বলেন, এমন রান বাঁচানো এর আগে তিনি দেখেননি। উচ্ছ্বসিত হর্ষ ভোগলেও টুইটারে প্রশংসা করেন পুরানকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩