DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে জুলাই ২০২৪
ঢাকাশনিবার ২৭শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জাজিরায় ৫৫টি ককটেলসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

News Editor
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত শৌচাগার থেকে পুলিশ ৫৫টি তাজা ককচেল উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জাজিরা থানা ও ডিবি পুলিশ জানায় , সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এস এম মিজানুর রহমান এর নেতৃত্বে ডিবি পুলিশের ওসি মোঃ সাইফুল ইসলাম একদল পুলিশ নিয়ে জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে বিলাসপুর ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত শৌচাগার থেকে বালতি ভর্তি ৫৫টি তাজা ককটেল উদ্ধার করে।

এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ঐ এলাকা থেকে পুলিশ বিলাসপুর ইউনিয়ন পরিষদেও বর্তমান চেয়ারম্যান তাহের সরদারের সমর্থক রাসেল ও দেবু নামের দুইজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃতারানা হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে মামলা

জাজিরা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

উল্লেখ, গত ১ সপ্তাহ পূর্বে বর্তমান চেয়ারম্যান তাহের সরদার ও সাবেক চেয়ারম্যান আঃ কুদ্দুসবেপারী সমর্থকদেও মধ্যে সংঘর্ষ হয়েছিল। এ সময় দুই শতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টায় অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সাকের্ল এসএম মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪