DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কানাডা প্রবাসী শিল্পী এজে মাসুদের তিন মৌলিক গান আসছে

মোঃ মানিক খান
মে ১১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

বহুমুখী প্রতিভার এক উজ্জ্বল নাম—শিল্পী এজে মাসুদ

এই পৃথিবীতে কিছু মানুষ জন্মগ্রহণ করেন অসাধারণ সব গুণ নিয়ে—তাঁদের মধ্যে একজন হলেন এজে মাসুদ। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী বর্তমানে কানাডায় বসবাস করলেও তাঁর শিকড় প্রোথিত রয়েছে বাংলার মাটিতে। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি ছিলেন খেলাধুলায় সমান পারদর্শী। ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল—সব খেলাতেই ছিল তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

সংগীতের প্রতি তাঁর আকর্ষণ জন্মায় শৈশবেই। জেমস, আইয়ুব বাচ্চুর মতো কিংবদন্তি শিল্পীদের গান শুনে ধীরে ধীরে তিনি সংগীতের প্রতি গভীর ভালোবাসা গড়ে তোলেন। সেই ভালোবাসাই আজ তাঁকে একজন পরিপূর্ণ সংগীতশিল্পীতে রূপান্তরিত করেছে।

সম্প্রতি এজে মাসুদের কণ্ঠে তিনটি মৌলিক গান মুক্তির অপেক্ষায় রয়েছে—‘পাখি উড়ে যায়’, ‘ভালোবাসা শিরায় শিরায়’ এবং ‘তুমি ছল বোঝ’। গান তিনটির ভিডিও পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা যৌথ খান। এতে অভিনয় করেছেন জামশেদ শামীম, অথৈসহ শোবিজ অঙ্গনের পরিচিত মুখরা। গানগুলোর সার্বিক তত্ত্বাবধানে ছিল সাফুরা ফিল্মস, আর প্রকাশিত হবে এজে মাসুদের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

শুধু সংগীতেই নয়, এজে মাসুদের সৃজনশীলতার পরিধি আরও বিস্তৃত। তিনি ইভেন্ট ম্যানেজমেন্টেও সফলভাবে কাজ করে চলেছেন। একাধারে গায়ক, সুরকার, উদ্যোক্তা—এজে মাসুদ নিঃসন্দেহে এই সময়ের একজন অনন্য প্রতিভা।

দর্শক-শ্রোতারা ইতিমধ্যেই তাঁর গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আশা করা যাচ্ছে, তাঁর আসন্ন গানগুলো শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে এবং সংগীতাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮