DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে মিলল ছাত্রদল নেতার পোস্টার ও ওয়াকিং স্টিক

রায়হান জামান,কিশোরগঞ্জ
অক্টোবর ১৮, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় পুলিশের অভিযানে একটি বাসা  থেকে  ৬ বোরের রিভলবারসহ ২২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত মানিক ফকিরের গলিতে বেলু মিয়ার বাসায় এই অভিযান চালানো হয়। 

পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল ওসির নেতৃত্বে  শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির ওই বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতরের লোকজন বিদ্যুতের লাইন বন্ধ করে পেছন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ দেয়াল টপকে ভেতরে ঢুকে অস্ত্রের কারখানার সন্ধান পায়। এ সময় ৬ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের সাথে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক তকবির উদ্দিন রকির এর একটি পোস্টার ও ওয়াকিং স্টিক উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বাসার মালিক বেলু মিয়া প্যারালাইজড। আর রকিবের বাসা একই গলির শেষ মাথায়। তবে এই বাসায় অস্ত্র তৈরি হয় তা আমাদের জানা নেই।

কিশোরগঞ্জ মডেল থানার (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করে বলেন , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা নাশকতা করার উদ্দেশ্যে অস্ত্রের মজুদ গড়ে তুলেছিল রকিব। যদিও  অভিযানের সময় রকিব পালিয়ে যায়। রকিবের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারেন।  এ ঘটনায় যারা জড়িত তা তদন্ত সাপেক্ষে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৪০
  • ৮:০৩
  • ৫:১৩