পূর্ণিমার আগের স্বামীকে বিয়ে করলেন নায়িকা কেয়া
Astha DESK
- আপডেট সময় :
০৩:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- /
১১৮৯
বার পড়া হয়েছে
মোঃ মানিক খান : দুই পরিবারের উপস্থিতিতে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেন ঢালিউড নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিয়ে করেছেন তিনি। পাত্রের নাম মোস্তাক কিবরিয়া (অঞ্জন)। যিনি পেশায় ব্যবসায়ী। তবে স্বামীর সঙ্গে কোনো ছবি প্রকাশ করেননি এই নায়িকা।
খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তাক কিবরিয়া চিত্রনায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামী। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তার সঙ্গে ২০০৭ সালের ১৫ মে ডিভোর্স হয়। অন্যদিকে, কেয়ারও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি আমেরিকা প্রবাসী আলমগীর খান আলমকে বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি।বৃহস্পতিবার মধ্যরাতে বিয়ের খবর জানিয়ে দৈনিক আস্থাকে কেয়া বলেন, ‘হঠাৎ করেই বিয়েটা করা, তেমন কোনো পরিকল্পনা ছিল না। দুই পরিবারের উপস্থিতিতে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন। যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি।’
হানিমুনে কোথায় যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আমার মা-বোন অনেক দিন ধরে অসুস্থ। তাই এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাত্র তো বিয়ে হলো, সামনে দেখি কোথায় যাওয়া যায়। সামনে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।’
বলা দরকার, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে আমিন খানের সঙ্গে প্রথম যখন অভিনয় করেন তার বয়স ছিল মাত্র ১৪। এরপর টানা ডজন দুয়েক সিনেমাতে অভিনয় করেন।
তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে আন্তরালে চলে যান অভিনেত্রী। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়ার বেশ কয়েকটি সিনেমা।
এমকে/আস্থা