DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৯শে জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ২৯শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঢাবির আন্তর্জাতিক মাইম উৎসবে প্রশংসিত রিফাতের পরিবেশনা

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
মে ২৩, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

মূকাভিনয় কেন্দ্রিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা) উদ্যোগে দুই দিনব্যাপী (২২-২৩ মে) পঞ্চম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০২৪ শুরু হয়েছে।

উৎসবের প্রথম দিনে টিএসসি অডিটোরিয়ামে সন্ধ্যায় ‘শারীরিক ব্যায়াম’ শিরোনামে একটি মাইমো ড্যান্স পরিবেশন করেন কিশোরগঞ্জের মূকাভিনয় শিল্পী রিফাত ইসলাম। মাইমো ড্যান্সটি বেশ প্রশংসিত হয়।

উৎসব নিয়ে রিফাত ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় উৎসবের আয়োজন হলে আয়োজকরা আমাকে স্মরণ করে। মূকাভিনয় নিয়ে বাংলাদেশে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন সংগঠনটিই এতো বড় আয়োজন করে থাকে। তাই উৎসবে অংশগ্রহণ করতে মিস করিনা। মূকাভিনয় শিল্পের প্রচার ও প্রসারে সংগঠনটি এ ধারা অব্যাহত রাখবে বলে আশা করি৷

দুই দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বাংলাদেশসহ ভারত, ইতালি ও দক্ষিন কোরিয়ার ১২ টি সংগঠনের প্রায় অর্ধশত মূকাভিনয় শিল্পী অংশগ্রহণ করার কথা রয়েছে। এতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত মূকাভিনয় প্রদর্শনী হবে।
আজ (২৩ মে) রাত ৯ টায় ডুমার মূকাভিনয় শিল্পীদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে উৎসবটির সমাপ্তি ঘটবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১৪
  • ৪:০৩
  • ৫:৪৩
  • ৭:০০
  • ৬:৪১