DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২১শে জুন ২০২৪
ঢাকাশুক্রবার ২১শে জুন ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

আশরাফুল ইসলাম তুষার
মে ১৮, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতাকর্মীরা।

শুক্রবার বাদ জুমা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্ব ও জেলা সেক্রেটারি রুকন উদ্দিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি কে এম আনিসুজ্জামান,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার বলেন, ইসরায়েলি বাহিনী বছরের পর বছর ফিলিস্তিনের জনগণের আবাসন ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পুণ্যভূমি মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই এদের সঙ্গে কোন সম্পর্ক নয়, আইন করে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করার দাবিসহ ইসরায়েলের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় দলটির নেতাকর্মী, সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশস্থলের পুরো এলাকাটি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫২
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৪৬
 • ১২:০৩
 • ৪:৪০
 • ৬:৫২
 • ৮:১৮
 • ৫:১১