চ্যানেল এস এর ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মডেল ও অভিনেতা জামশেদ শামীম। বোরহান উদ্দীন এর গল্প ভাবনায় ধারাবাহিক নাটক “আঁধারে স্বপ্ন”। দেখবেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে চ্যানেল এস’র পর্দায় ও Raad Drama ইউটিউব চ্যানেলে।
রুবেল মাহমুদের রচনায় ও গোলাম রাব্বানী কিশোর এর পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন – জামশেদ শামীম, হাসি মুন, নূরে আলম নয়ন, স্বর্ণা, স্নিগ্ধা হোসাইন, উত্তম অধিকারী, আমিনুল হক হেলাল, সিফাত বন্যা, সিমান মাহমুদ, শিপ্রা দাস, আঁখি মনি, তারেক, শহীদ চিশতি, সাবিহা, মিথুন, মতিন ও রুবেল মাহমুদ সহ অনেকেই।
নাটকটি প্রযোজনা করেছেন মো: বোরহান উদ্দীন (বাবলু)।
নির্মাতা গোলাম রব্বানী কিশোর বলেন – চেষ্টা করেছি সুন্দর একটি গল্প নির্মানের। একজন সাধারণ মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্নের গল্প। মানুষ চাইলেই আসলে পারে। মানুষ তার স্বপ্নের সমান বড় হয়ে ওঠে। আমার প্রযোজক বোরহান উদ্দীন ভাই, চ্যানেল এস’র শামীম রেজা ভাই সহ আমার টিমের সবাইকে ধন্যবাদ জানাই তাদের আন্তরিকতার জন্য।
এমকে/আস্থা