বার্ষিক সাধারণ সভা, মুক্ত আলোচনা ও মূকাভিনয় প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ‘দিনময় মূকাভিনয়’।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসব আয়োজন করা হয়। এদিন শিল্পকলার সেমিনার কক্ষে সকাল ১০ টায় শুরু হয় সাধারণ সভা। জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন হয়৷ পরে শুরু হয় দলীয় পরিচিতি। সারাদেশ থেকে আমন্ত্রিত ২৩ টি মূকাভিনয় দলের শিল্পীবৃন্দ সভায় অংশ নেয়। সভায় বার্ষিক কার্যক্রম ও সংগঠনের দিকনির্দেশনামূলক প্রতিবেদন পেশ করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম। ফেডারেশানের বিগত দিনের সকল আয়-ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রুবেল। এরপর ফেডারেশানের গঠনতন্ত্র পাঠ করেন প্রশিক্ষণ সম্পাদক শহিদুল মুরাদ।
গঠনতন্ত্র আলোচনা করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাবেক সভাপতি ইস্রাফিল আহমেদ রঙ্গন ও সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সভাপতি সোলেমান মেহেদী। সভা চলাকালীন সময়ে বিভিন্ন দলের মূকাভিনেতারা ফেডারেশানের কার্যক্রমকে আরো বেগমান করতে দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আড়াই ঘন্টাব্যাপী সভার সমাপ্তি ঘটে।
বিকাল ৩ টায় স্টুডিও থিয়েটার হলে
শুরু হয় মুক্ত আলোচনা। আলোচনা পরিচালনা করেন ফেডারেশানের সাবেক সভাপতি ইস্রাফিল আহমেদ রঙ্গন।
স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭ টায় শুরু হয় মূকাভিনয় প্রদর্শনী। এতে অংশ নেয়- শাওন মাইম একাডেমি, প্যান্টোমাইম মুভমেন্ট, মূকবলাকা, মুক্তবিহঙ্গ, ইউথ তানজিম ও ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাবেক সভাপতি নাট্য ও মূকাভিনয়জন জাহিদ রিপন, সাবেক সভাপতি ইস্রাফিল আহমেদ রঙ্গন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশানের সভাপতি সোলেমান মেহেদী ও সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশানের অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী।
অনুষ্ঠানে ৬ টি মূকাভিনয় দলের প্রদর্শনীর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।