আস্থার সম্পাদক ইফতেখার আহমেদ : কলমের আলোয় অনুপ্রেরণার জন্মদিন
দৈনিক আস্থা পত্রিকার সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা
- আপডেট সময় : ০৬:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১১২১ বার পড়া হয়েছে
এমএইচ মানিক : আজকের দিনটি শুধু একটি সাধারণ দিন নয়, আজ দৈনিক আস্থার প্রাণপুরুষ, সম্পাদক এবং আস্থা ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ-এর শুভ জন্মদিন।
জন্মদিনের এই শুভক্ষণে পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী, সহকর্মী ও ভক্তরা জানাচ্ছেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যদিও নিউজরুমে কোনো বিশেষ আনুষ্ঠানিক আয়োজন রাখা হয়নি, তবে সহকর্মীদের মনে আজ আনন্দের ঢেউ। প্রতিটি কলমে, প্রতিটি কাগজে আজ যেন ফুটে উঠছে আলোর অক্ষর, যা এ দিনটিকে করেছে অনন্য ও স্মরণীয়।
ইফতেখার আহমেদ শুধু একজন সম্পাদক নন, একজন সফল ব্যবসায়ীও। তার নেতৃত্বে ‘আস্থা ভিশন লিমিটেড’ যেমন শক্তপোক্তভাবে এগিয়ে চলেছে, তেমনি দৈনিক আস্থাও সত্য, ন্যায় ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার পথে।
জন্মদিন উপলক্ষে পাঠকদের অনুভূতি
“একজন সম্পাদকের জন্মদিন মানেই সৃজনশীলতার নতুন আলো, সাংবাদিকতার নতুন অনুপ্রেরণা।”
জন্মদিন মানে জীবনের নতুন দিগন্ত,
প্রতিটি ভোর মানে নতুন স্বপ্নের ডাক।
আপনার কলমের আলোতে সত্যের জয় হোক
এই কামনায় শুভ জন্মদিন।
দৈনিক আস্থা পরিবার ও অসংখ্য পাঠকের বিশ্বাস, ইফতেখার আহমেদ-এর দূরদর্শিতা, কর্মস্পৃহা ও সামাজিক দায়বদ্ধতা আগামী দিনে সংবাদপত্র ও ব্যবসায় উভয় ক্ষেত্রেই নতুন দিগন্ত উন্মোচন করবে।
জন্মদিনের এ আনন্দঘন মুহূর্তে, দৈনিক আস্থা পরিবার ও সকল পাঠকের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন সম্পাদক ইফতেখার আহমেদ। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সফলতা কামনা করি।
এমএইচ/আস্থা