DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৩ই ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ১৩ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পুলিশ সুপারের নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ
মে ২০, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল জেলার কটিয়াদি,নিকলী ও অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্ত পুলিশ সুপারের নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় জেলা পুলিশ আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জেলার কটিয়াদি উপজেলায় নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম-সেবা, পিপিএম বার।

পরে নিকলী ও অষ্টগ্রামে থানা প্রাঙ্গণে ২ য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো:নূরে আলম,বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ,জেলা বিশেষ শাখার ডি আইও-১ ইন্সপেক্টর মোমিনুল ইসলাম,কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ,নিকলী থানার ওসি শাহাদাত হোসেন,অষ্টগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম সহ পুলিশ ও আনসারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম-সেবা, পিপিএম (বার) বলেন, নির্বাচন সংক্রান্ত ইতোমধ্যে নির্বাচন কমিশন, জননিরাপত্তা মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়াটার্স, জেলা বিশেষ শাখা কর্তৃত্ব জারীকৃত বিধিবিধান, পরিপত্র, আদেশ যথাযথভাবে মেনে চলতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি নির্বাচনি কেন্দ্রে নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে একটি চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০