কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গচিহাটা বিদ্যানিকেতন (ইংলিশ ও বাংলা ভার্সন) বিদ্যালয়টি ইতিমধ্যে ব্যতিক্রমধর্মী আধুনিক বিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জ জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেছে।
স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর জানান, শিক্ষার্থীদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের পাশাপাশি পুঁথিগত বিদ্যার সমান্তরালে তাদেরকে বহুমাত্রিক বাস্তব জ্ঞান লাভ করা অত্যাবশ্যক। শিক্ষার্থীরা যেন অগ্নিনির্বাপণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক জ্ঞান অর্জনের মাধ্যমে যেকোন অগ্নি দুর্ঘটনাকালীন জানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও হতাহতদের প্রাথমিক চিকিৎসায় ভূমিকা রাখতে পারে,সেজন্য শনিবার (০৭ সেপ্টেম্বর) এই মহড়ার আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কটিয়াদীর অগ্নিনির্বাপক কর্মকর্তা (লীডার) মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি অগ্নিনির্বাপক দল উক্ত অগ্নি নির্বাপণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া পরিচালনা করেন।উক্ত অনুষ্ঠানে গচিহাটা বিদ্যানিকেতন এর প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর, সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান মানিক, স্কুলের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষকবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বরাবরের মত এই ধরনের নানান ব্যতিক্রমধর্মী আয়োজন করায় আধুনিক এই স্কুলটি সকল মহলে ব্যাপক প্রশংসা অর্জন করে চলেছে।