DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় বিনোদন সাংবাদিক মানিক খানকে প্রাণনাশ’র হুমকি, থানায় জিডি

Astha Desk
জানুয়ারি ১৯, ২০২৩ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জামতলী ইসলাম কলোনি গ্রামের সামছুল আলম ৬৫, তার ছেলে রুবেল (৩৫) ও রুবেল’র স্ত্রী জেসমিন বেগম (৩৩) এর বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ঢাকার বিশিষ্ট বিনোদন সাংবাদিক ও দৈনিক আস্থা পত্রিকার সহ সম্পাদক মোঃ মানিক খান।

অভিযোগে উল্লেখ করা হয়। সামছুল (৬৫) ও তাদের পুরো ফ্যামেলি সমাজের কোনো বিচার আচার মানে না। সমাজে প্রভাব বিস্তার করে চলছে। প্রায় এক মাস আগে গায়ের জোরে রুবেল ও তার স্ত্রী মানিক খানের বাড়ির পাশ থেকে একটি গাছ কেটে ফেলে। পরবর্তীতে মানিক’র ফ্যামেলি সমাজের মান্যগন্য ব্যক্তিবর্গদের জানালে তারা একটি সালিশী বৈঠকের ব্যবস্থা করে। বৈঠকে বলা হয় গাছটি তাদের দিয়ে দেয়ার জন্য। কিন্তু বর্নিত বিবাদীরা সমাজের কোন সালিশ মেনে চলে না। বরং বিবাদী সাংবাদিক মানিক ও তার ফ্যামেলিকে প্রানে মেরে ফেলার হুমকি-ধমকি দেয়।

এই বিষয়ে মানিক খান বলেন, গতকাল ১৮ই জানুয়ারি আমাদের বাড়ির সামনে এসে আমার আম্মুকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং আমার আম্মুর গায়ে হাত তোলার জন্য তেড়ে আসে তারা তিনজন। পরে আমি আমার মায়ের সোর চিৎকার শুনিয়া বাড়ীর সামনে আসলে সামছুল, ও তার ছেলে রুবেল ও রুবেল’র স্ত্রী জেসমিন বেমন আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমাকেও মারধর করা চেস্টা করে।পরে আমি বিষয়টি মান্যগন্য ব্যক্তিবর্গের জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। দেখা যাক, আইন কি করে!

মমিতা/আস্থা/জেএইচআর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৬
  • ১৬:৪২
  • ১৮:৫৪
  • ২০:২০
  • ৫:১৪