DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৬শে মে ২০২৫
ঢাকাসোমবার ২৬শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দোহার প্রেসক্লাবের সভাপতি মু,তারেক রাজিব ও সম্পাদক আতাউল রহমান সানি

 শরীফ হাসান দোহার (ঢাকা) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের ২০২৪-২০২৭ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মু,তারেক রাজীব ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আতাউর রহমান সানী।

ঢাকা জেলার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের ২০২৪-২০২৭ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মু,তারেক রাজীব ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আতাউর রহমান সানী।

প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এ নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মুক্ত পরিবেশে নি:শ্বাস নিতে পারছেন বলে অভিমত ব্যক্ত করেছেন অনেক সদস্য। সাংবাদিকদের পাশাপাশি এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের জগদ্দল পাথর অপসারিত হলো বলে এলাকাবাসীও মনে করেন।

নব কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাহবুবুর রহমান টিপু(সিনিয়র সহ সভাপতি), অলি আহাম্মেদ(সহ সভাপতি),আবু নাইম মোহাম্মদ তাইমিয়া (যুগ্ম সাধারন সম্পাদক),শরীফহাসান (কোষাধ্যক্ষ), মো.আল আমীন হোসাইন(ক্রীড়া সম্পাদক),নাজনীন শিকদার(দপ্তর সম্পাদক),মো.কামাল হোসেন(তথ্য ও গবেষণা),মো. আসাদ মাহমুদ(প্রচার ও প্রকাশনা)। নতুন কমিটির হাত ধরে সত্য,ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দোহারবাসী আরো ভালো কিছু পাবে বলে কমিটির সভাপতি মু,তারেক রাজীব সকলকে আশ্বস্ত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ১৬:৩৪
  • ১৮:৪২
  • ২০:০৬
  • ৫:১২