DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাকচান্দা ফাজিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

Doinik Astha
মার্চ ৩১, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত বাকচান্দা ফাজিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাকচান্দা ফাজিল মাদরাসায় এ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসাদুল্লাহ।

অনুষ্ঠান উদ্বোধন করেন মাওলানা আব্দুল বাকি অত্র মাদরাসার সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। সঞ্চালনায় ছিলেন লুৎফর রহমান ভূইয়া।

পূনর্মিলনী উপলক্ষে ৫ শতাধিক প্রাক্তনদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদসার প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে পরিচিত মুখগুলোকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মাদরাসায় পড়াশোনা চলাকালীন পরিচিত সব মুখ গুলোকে একসাথে দেখতে পেয়ে অনেকেই উল্লাসে মেতে উঠেন।

পুনর্মিলনীতে আসা যুক্তরাষ্ট্রের নাগরিক সফটওয়্যার ইন্জিনিয়ার এনামুল হক জানান, পরিচিত মুখগুলোকে একসঙ্গে দেখে মনেই হয়নি আমার পরিবার কে ছাড়া আমি দেশে আছি। ফিরে গিয়েছিলাম সেই ছাত্র জীবনে। এমন মিলনমেলায় যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। এতদিনের কর্মক্লান্তি যেন মুহূর্তেই উবে গেছে।

আরেকজন সাবেক শিক্ষার্থী ইসলামী ব্যাংকের (বাইস প্রেসিডেন্ট) মো. মুসলেহ উদ্দিন বলেন, এ পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। মাদরাসা  জীবনের পুরনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনে হচ্ছে ছাত্র জীবনে চলে এসেছি। তাই শিক্ষা জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে। অনুষ্ঠান থেকে শিক্ষার্থীরা খুঁজে পাবে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা। আনন্দ-উচ্ছ্বাসে ঈদ পুনর্মিলনী প্রাণবন্ত ছিল। এ যেন মিলন ও ঐক্যমন্ত্রের বহির্প্রকাশ। যা চিরকাল অমর হয়ে থাকবে।

সাবেক শিক্ষার্থী স্কুল শিক্ষক (ফেনী) ফরিদ মাসুদ বলেন, অনেকের সঙ্গে দেখা হলো প্রায় একযুগ, বা তারও বেশি সময় পরে। যাদের সঙ্গে কাটিয়েছি জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো, তাদের অনেককে দেখে খুবই ভালো লাগছে। সবাই স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত। কোনো সমস্যা কিংবা সহায়তায় আমরা একত্রিত হয়ে যেন কাজ করতে পারি সেটার চমৎকার একটি প্ল্যাটফর্ম হবে এই অনুষ্ঠান থেকে সেই প্রত্যাশা করি।

আরো পড়ুন :  খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন,আনন্দ উচ্ছ্বাসে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে এলাম অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হবে। প্রত্যেক বছরে ঈদ পুনমির্লনী থাকবে ইনশাআল্লাহ। আর আমি এও বিশ্বাস করি নবীন শিক্ষার্থীরা তাদের সুযোগ্য নেতৃত্ব দ্বারা অ্যাসোসিয়েশনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের সঙ্গে সব শিক্ষার্থী একটা সুন্দর মুহূর্ত কাটে। এতে সবাই অফুরান প্রাণশক্তি ফিরে পায়। ঈদ পুনমির্লনী যেন বাকচান্দা ফাজিল মাদ্রাসার সাবেক বর্তমান ও প্রতিষ্ঠিত সূর্যমুখদের একত্রিত করেছে।

এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক সফটওয়্যার ইন্জিনিয়ার এনামুল হক ও অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসাদুল্লাহ হুজুর।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]