DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১১ই জানুয়ারি ২০২৫
ঢাকাশনিবার ১১ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ওসি থানা থেকে পালিয়ে যাওয়ায় উওরা পূর্ব থানার ওসি মহিবুল্লাহ ওএসডি

Astha Desk
জানুয়ারি ১০, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

হাবিব সরোয়ার আজাদ : হত্যা মামলায় গ্রেপ্তার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি থানা থেকে পালিয়ে যাবার ঘটনায় ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিবুল্লাহকে প্রত্যাহারের পর ওএসডি করা হয়েছে।

শুক্রবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে তাকে প্রত্যাহার করে সদর দপ্তর প্রশাসন বিভাগে সংযুিক্তর পর ওএসডি করা হয়েছ। প্রশানসিক কারন দেখিয়ে ওসি মহিবুল্লাহকে শুক্রবার পূর্বাহ্নে সদর দপ্তর ও প্রশাসন বিভাগ কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে প্রত্যাহার পূর্বক সংযুক্তির মাধ্যমে ওএসডি করা হয়।

প্রসঙ্গত, হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে সাড়ে ১১টার মধ্যে যে কোন এক সময়ে রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান উওরা পূর্ব থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডে ঘটনায় এক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক (ওসি) মো. শাহ আলমকে।

কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে বুধবার দিবাগত রাত ১২টার পর তাঁকে উত্তরা পূর্ব থানায় তাকে আনা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় ইতিমধ্যে ওই থানার একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলাকালে সাবেক ওসি মামলায় গ্রেপ্তার মো. শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন উওরা পূর্ব থানা থেকে।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মো. সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

তাঁকে ফের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

মামলার সুত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম । ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাঁকে বদলি করা হয়। এর পর থেকে তিনি সেখানেই ছিলেন।

আরো পড়ুন :  অর্ধশত পণ্য-সেবায় ভ্যাট ও শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি

ডিএমপির অপর একটি সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকান্ডের ঘটনায় গত (২০২৪) বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সেই মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. লিটন শরীফ থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে কুষ্টিয়া থেকে ঢাকার উওরা পূর্ব থানায় নিয়ে আসেন।

পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, মো. শাহ আলম পালিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শকের (অপারেশনস) কক্ষ থেকে। তাকে গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী থানা হাজত খানায় রাখা হয়নি। ওই রাতে থানার বর্তমান ওসি, পরিদর্শক (তদন্ত), মামলার তদন্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা থানায় উপস্থিত ছিলেন। এর মধ্যে পুলিশ পরিদর্শক শাহ আলম কীভাবে পালিয়ে গেলেন, ওসি সহ দায়িত্বশীলদের ভুমিকা নিয়ে নিয়ে নানামুখী প্রশ্ন উঠেছে।

শুক্রবার রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি উওরা পূর্ব থানার ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার পূর্বক তাকে ওএসডি করার সত্যতা নিশ্চিত করেন বলেন, সাবেক ওসি পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে পুলিশের উচ্চ পর্যায়ে দায়িত্শীলদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই গ্রেপ্তার সাবেক ওসি পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলা, দায়িত্বহীনতা, পুলিশের অপেশাদারিত্ব ভুমিকা সহ যদি অন্য কোন বিষয় থেকে থাকে সব কিছু মিলিয়ে দায়িদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে দ্রৃততম সময়ের মধ্যে।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১০
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৫১
  • ৬:৪৩