‘যদি থাকে মানবতা, হয়ে যাও রক্তদাতা’ এই স্লোগানকে সামনে রেখে তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন করেছে “মানবিকতা ও রক্তদান সেবা” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের শহীদ পাগলা দারুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানা প্রঙ্গনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজন হলেই রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।
এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. রায়হান, মো.ইয়াসিন, মো.মুরশেদ, মো.আকরাম, মো.রুবেল, মো.মাহফুজ, মো.আজিজুল ইসলাম নাদিম, মো.সোহাগ, মো.আবু ইউসুফ সোহাগ, মো.শাকিল, মো.তানভির, মো.আব্দুল্লাহ আল মামুন, মো. রাসেলসহ আরও অনেকে।