DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই এপ্রিল ২০২৫
ঢাকাসোমবার ৭ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ভূমিদস্যুদের অত্যাচার থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে ভূমিদস্যু, চাঁদাবাজী, মাদক ব্যবসা ও চোর চক্রের বিচার দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে মধ্যনগর ও মহাবৈ এলাকাবাসী।

রবিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিংরইল ইউনিয়নের ফকিরের বাজারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এলাকার জলিল,খলিল,ফায়জুল, লিটনকে এসব আখ্যা দিয়ে তাদের ও তাদের সহযোগীদের বিচার দাবি করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সিংরুইল এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন,মো. শাহাব উদ্দিন, দ্বীন ইসলাম, আনোয়ার হোসেন, শাহজাহান, মো. বুলবুল মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,  তাদের এই চক্রটি বিগত আওয়ামী লীগের প্রভাবকাটিয়ে এলাকার গরিব অসহায় মানুষের ওপর অত্যাচার, বাড়িঘর ও জমির ফসল লুটসহ অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যায়। কেউ প্রতিবাদ করলেই তাকে মারধরসহ মেরে ফেরার হুমকি দেওয়া হয়। বর্তমানে তারা পলাতক থাকলেও তাদের পরিবারের লোকজন গ্রামবাসীর নেওয়া জমি দখল ছাড়ছেন না ।

তারা আরও জানায়, মধ্যনগর এলাকার শাহব উদ্দিনের ২৩ কাঠাসহ অন্যান্যদের  কমপক্ষে ৩৩ কাঠা ফসলি জমি গত প্রায় ১৭ বছর ধরে পতিত রয়েছে। চাষাবাদ করতে গেলে সন্ত্রাসীরা খুন করার হুমকি দেয়।

অনেকে মারধরের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। কেউ কেউ সন্ত্রাসীদের অত্যাচারে এলাকা ছাড়লেও এখন ফিরে আসলে বেদখলে থাকা জমি উদ্ধার করতে পারছে না।

অভিযুক্ত জলিল জানান, এলাকার কিছু লোক আমার বাড়ি-ঘর ভাঙচুর করে আমাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বানিয়ে মানববন্ধন করেছে। আমরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমি এলাকার অনেকের কাছে টাকা পাই। যারা টাকা দিতে পারছে না আমি তাদের সেই টাকার সমপরিমাণ জমি দখলে রেখেছি।

এ বিষয়ে সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি বিষয়টি ফয়সালা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৬