DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

IPL এ বাচা মরার ম্যাচে আজ চেন্নাইয়ের প্রতিপক্ষ মুম্বাই

News Editor
অক্টোবর ২৩, ২০২০ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ইফতি : হারলে বিদায় নিশ্চিত, এরকম সমীকরণের সামনে দাঁড়িয়ে আজ IPL এ মাঠে নামবে চেন্নাই সুপার কিংস,প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই, তাদের শিরোপা সংখ্যা ৪ টি, বর্তমান চ্যাম্পিয়নও তারা। তাদের পরের অবস্থানেই আছে চেন্নাই সুপার কিংস, তাদের শিরোপা ৩ টি। শিরোপার সংখ্যা ৩ টি হলেও এখন পর্যন্ত ১৩ আসরের মধ্যে ১১ আসরে অংশ নিয়ে ফাইনাল খেলেছে ৭ বার যা টুর্নামেন্টে কোন দলের জন্য সর্বোচ্চ।

এখন পর্যন্ত চেন্নাই হলো একমাত্র দল যারা কখনওই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় নি।এবার তাদের সামনে রাঙানি দিচ্ছে সেই সম্ভবনা।আক্ষরিক অর্থে তাদের বিদায় নিশ্চিত যদি অবিশ্বাস্য কিছু না ঘটে। শুধু টিকে আছে কাগজে কলমে টিকে থাকার সম্ভবনা।

আজকের ম্যাচে স্বাভাবিক ভাবেই ফেবারিটের তকমা থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে।IPL2020 এ  গত ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই জয়। তার মধ্যে আবার টানা ৫ জয়। বোলিং, ব্যাটিং সব জায়গায় তাদের প্লেয়ারদের ফর্ম অসাধারণ। ওদিকে চেন্নাইয়ের শিবিরে অফ ফর্মে থাকা প্লেয়ারই বেশি।

ফর্মে নেই টপ অর্ডারের ব্যাটসম্যান। একমাত্র ধারাবাহিক ডু প্লেসিস। রাইডু, ওয়াটসন, ধোনির মত সিনিয়র প্লেয়ারদের চলছে রানের খরা।স্লো ব্যাটিং এর জন্য সমালোচিত হচ্ছে পুরো চেন্নাই দল, বিশেষ করে কেদার জাদব এর ব্যাটিং।শেষ দিকে নেমে তার ডট বলের পরিমাণ আর স্ট্রাইক রেট ১০০ ছুঁইছুঁই, যা সমালোচনার বড় কারন।

বিশ্বের ফ্র্যাঞ্জাইজি লিগের শীর্ষে আইপিএল, সাত নম্বরে বিপিএল

কোলকাতার বিরুদ্ধে ১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ বলে দরকার হয় ৩৭ রান, সেখান থেকে ১২ বল খেলে রান করে মাত্র ৭ রান! চেন্নাই হেরে যায় ১০ রানে। গত ম্যাচে রাজস্থানের সাথে ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে রান তোলে মাত্র ১২৫ রান। কে জানে হয়ত সইতে না পেরে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের অ্যাডমিন পোস্ট করে বসেছিল ”Test-ing times!”

এ থেকেই বুঝা যায় তাদের ব্যাটিং কতটা বিরক্তের ছিল। যদিও ম্যাচ শেষে ধোনি দায় দিয়েছিল দলের তরুনদের কে। তারা জ্বলে উঠতে পারছে না বলেই চেন্নাইয়ের এই হাল জানিয়েছেন। গত ম্যাচের পর এটাও বলেছিল এই ম্যাচ থেকে দলে তরুনরা বেশি সুযোগ পাবে।

এখন দেখার বিষয় মুম্বাইয়ের বিপক্ষে তরুনরা সুযোগ পেয়ে জ্বলে উঠতে পারে কিনা আর নিজেদের টিকে থাকার শেষ সম্ভবনা টুকু বাচিয়ে রাখতে পারে কিনা। IPL এর ম্যাচ টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।