বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ছড়াকার ও সংগঠক সাংবাদিক রেজাউল করিম জীবন।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বেতার রংপুরে হলরুমে এক প্রচারস্বত্ব চুক্তির সাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে গীতিকার হিসেবে স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়। রেজাউল করিম জীবন আধুনিক গানের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলেন। রেজাউল করিম জীবন পেশাগত জীবনে সাংবাদিক পেশার সাথে সম্পৃক্ত।
তিনি দৈনিক বায়ান্নর আলো ও ঢাকা মেইল এ কর্মরত এবং সিটি প্রেসক্লাব রংপুরের কোষাধ্যক্ষ। এছাড়াও তিনি সাহিত্য সংগঠনের ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ও মৌচাক এর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এমকে/আস্থা
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।