সময়ের উদীয়মান মডেল জয় ত্রিপুরা। সম্প্রতি সাখিন আহমেদ এর ‘বিয়ে পালিয়ে’ নামের একক নাটকে অভিনয় করেছেন তিনি। বিয়ে পালিয়ে নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাখিন আহমেদ, আখি ও জয় ত্রিপুরা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অর্থ, বিজয় প্রমূখ।
নির্মাতা সাখিন আহমেদ’র গল্প ও পরিচালনায় নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং শেষ হয়েছে।
বিয়ে পালিয়ে নাটক প্রসঙ্গে সাখিন আহমেদ বলেন, নাটকের গল্পটি সবার ভালো লাগবে। নাটকটা নিয়ে আমরা সবাই আশাবাদী। সবার সবটুকু দিয়ে নাটকটা সুন্দর করার চেস্টা করেছি। জয়ের থেকে যতটুকু অভিনয় আশা করেছিলাম তার থেকেও বেশি পেয়েছি। বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম।
নাটকটা মুক্তি প্রসঙ্গে পরিচালক জানায়, এডিট-কালারের কাজ ৮০% শেষ। মিউজিক কোম্পানি ‘ড্রিম লাইন’ এর ইউটিউব চ্যানেল থেকে শীঘ্রই প্রকাশ করা হবে নাটকটি। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে একটি ত্রিপুরা গানে মডেলিং করে মিডিয়াতে পা রাখে ‘জয় ত্রিপুরা’। সেই গান দিয়েই ইউটিউবের সার্চ লিস্টে চলে আসে এই মডেল। এরপর ভারত ও বাংলাদেশের বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে তাকে।
এমকে/আস্থা/মমিতা