ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

নান্দাইলে চিহ্নিত মাদক কারবারি সোহেলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ১০৪২ বার পড়া হয়েছে

চিহ্নিত মাদক কারবারি সোহেলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আস্থা


নান্দাইলে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিংরইল ইউনিয়নের কিসমত কচুরী ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন, সিংরইল ইউনিয়নের বাসিন্দা সোহেল মিয়া ও তার ভাই বিল্লালের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে। ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য অবাধে বিক্রি করে তারা পুরো এলাকায় ভয়াবহ মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে বলে দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, সোহেল মিয়া একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন। জেল থেকে বের হয়েই তিনি আগের মতোই মাদক কারবার শুরু করেন। এতে করে এলাকার তরুণ ও কিশোর সমাজ মারাত্মকভাবে বিপথগামী হয়ে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ কথা বললে সোহেল মিয়া ও তার সহযোগীরা মিথ্যা মামলার ভয় দেখান এবং নানাভাবে হয়রানি করেন। দাঙ্গাবাজ ও সন্ত্রাসী আচরণের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, সোহেল মিয়া রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দেন এবং সেই প্রভাব ব্যবহার করে মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তাকে রাজনৈতিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পারভেজ আহমেদ জামিন, ইখলাস উদ্দিন, মুরাদ মিয়া, তানভীর হক, সুজন মিয়া, রুবেল মিয়া ও আলিম উদ্দিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, বর্তমানে সিংরইল ইউনিয়নে মাদক এতটাই সহজলভ্য হয়ে পড়েছে যে হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা ও মদের মতো নেশাজাতীয় দ্রব্য পাওয়া যাচ্ছে। এর ফলে এলাকার শান্ত পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে।

এসময় এলাকাবাসী দ্রুত সোহেল মিয়া, তার ভাই বিল্লালসহ চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার, তাদের মাদক বিক্রির আস্তানা চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া এবং স্থায়ীভাবে মাদক নির্মূলের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয় অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিয়ে নান্দাইলকে মাদকমুক্ত করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

নান্দাইলে চিহ্নিত মাদক কারবারি সোহেলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

চিহ্নিত মাদক কারবারি সোহেলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আস্থা


নান্দাইলে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিংরইল ইউনিয়নের কিসমত কচুরী ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন, সিংরইল ইউনিয়নের বাসিন্দা সোহেল মিয়া ও তার ভাই বিল্লালের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে। ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য অবাধে বিক্রি করে তারা পুরো এলাকায় ভয়াবহ মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে বলে দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, সোহেল মিয়া একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন। জেল থেকে বের হয়েই তিনি আগের মতোই মাদক কারবার শুরু করেন। এতে করে এলাকার তরুণ ও কিশোর সমাজ মারাত্মকভাবে বিপথগামী হয়ে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ কথা বললে সোহেল মিয়া ও তার সহযোগীরা মিথ্যা মামলার ভয় দেখান এবং নানাভাবে হয়রানি করেন। দাঙ্গাবাজ ও সন্ত্রাসী আচরণের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, সোহেল মিয়া রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দেন এবং সেই প্রভাব ব্যবহার করে মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তাকে রাজনৈতিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পারভেজ আহমেদ জামিন, ইখলাস উদ্দিন, মুরাদ মিয়া, তানভীর হক, সুজন মিয়া, রুবেল মিয়া ও আলিম উদ্দিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, বর্তমানে সিংরইল ইউনিয়নে মাদক এতটাই সহজলভ্য হয়ে পড়েছে যে হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা ও মদের মতো নেশাজাতীয় দ্রব্য পাওয়া যাচ্ছে। এর ফলে এলাকার শান্ত পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে।

এসময় এলাকাবাসী দ্রুত সোহেল মিয়া, তার ভাই বিল্লালসহ চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার, তাদের মাদক বিক্রির আস্তানা চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া এবং স্থায়ীভাবে মাদক নির্মূলের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয় অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিয়ে নান্দাইলকে মাদকমুক্ত করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।