DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৫ই জুলাই ২০২৪
ঢাকাসোমবার ১৫ই জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ-৩ আসনে মুফতি ওমর ফারুকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রায়হান জামান,কিশোরগঞ্জ
জানুয়ারি ৪, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ -৩ আসনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মুফতি ওমর ফারুকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তাড়াইল উপজেলার সাচাইল মাদরাসা মার্কেট চত্ত্বর,তাড়াইল থানা মোড়,সহিলাটি মোড় ও করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ শিল্প পাড়া, নোয়াকান্দি মোড়, করিমগঞ্জ কলেজ মোড় ও করিমগঞ্জ থানা সংলগ্ন বাজারে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।


এতে মাওলানা ফরহাদ ফারুকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা খাদেমুল ইসলাম,পুরুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকসুদ আলী,ইসলামী ঐক্যজোট নেতা শায়খুল হাদিস মাওলানা মোসলেহ উদ্দিন (দা.মা.), শায়খুল হাদিস মাওলানা হাবিবুর রহমান,ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা নজরুল ইসলাম,ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জুনায়েদ আহমাদ, জেলা ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী,ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জয়নাল আবেদীন,ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আবুল বাশার,করিমগঞ্জ উপজেলার ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,করিমগঞ্জ উপজেলা ইসলামী ঐক্যজোট নেতা হাফেজ মাওলানা হাফিজুর রহমান,ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা সালমান ফারসি,ইসলামী ঐক্যজোট নেতা ডা. কামরুল ইসলাম,করিমগঞ্জ উপজেলা ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ওয়াসিম মাসুদ খালিদী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা বেলাল হোসাইন,ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা দ্বীন ইসলাম ফরাজী স্থানীয় আলেম,সমাজ সেবক,সমাজপতিসহ আরও অনেকেই।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের মনোনীত মিনার প্রতীকের প্রার্থী মুফতি ওরম ফারুক বলেন,বাংলাদেশের জনগণ আলেম প্রিয়। এদেশের আলেমগণ মহান স্বাধীনতা যুদ্ধে আগ্রণী ভূমিকা রেখেছে। করিমগঞ্জ-তাড়াইলের মাটি ঈমান ইসলামের ঘাঁটি। ইতোপূর্বে এই আসনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সাংসদে গিয়েছে তারা এখন পর্যন্ত তাড়াইল-করিমগঞ্জের মানুষের মনে কথাগুলো যৌক্তিক দাবিগুলো আদায় করতে পারেনি। এই দুর্নীতিবাজ,ধোঁকাবাজদের আটকানোর একমাত্র সুবর্ণ সুযোগ এ জাতীয় নির্বাচন। আগামী ৭ জানুয়ারি মিনার প্রতীকে আমাকে একটা ভোট দিয়ে নির্বাচিত করলে শুধু দুর্নীতি না দুর্নীতির দুর্গন্ধও দূর হতে বাধ্য হবে। তাই আগামী ৭ জানুয়ারি আমাকে মিনার প্রতীকে আপনার মহা মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আপনাদের কাছে হাতজোড় করছি।

আরো পড়ুন :  শিক্ষার্থীদের ফাঁদে ফেলার পাঁয়তারা করছে বিএনপি: ওবায়দুল কাদের

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫৩
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫৭
 • ১২:০৮
 • ৪:৪৩
 • ৬:৫৩
 • ৮:১৭
 • ৫:১৯