বিনোদন প্রতিবেদক : ঢাকার একটি মিউজিক স্টুডিওতে জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীরের নতুন একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়।গানটির শিরোনাম ‘পাগলি বানাইলি’ মামুন আফনান রুমীর লেখায় গানটিতে সুর এবং সঙ্গীত করছেন শাহরিয়ার রাফাত। গানটি আগামী ঈদে মিউজিক ভিডিও সহ আসবে তালুকদার মাল্টিমিডিয়া চ্যানেল থেকে।
এই প্রসঙ্গে গানটির গীতিকার মামুন আফনান রুমী বলেন, খুব সুন্দর একটি গান হয়েছে আঁখি আপুর কন্ঠে গানটি প্রান পেল আপুকে ধন্যবাদ। এত সুন্দর করে গানটি গাওয়ার জন্য। রাফাত ভাইয়া চমৎকার সুর সংগীত করেছেন আশা করি গানটি শুনলে সবার কাছেই ভালো লাগবে।
গানটির প্রযোজক এবং তালুকদার মাল্টিমিডিয়ার কর্নধার সাহিল তালুকদার বলেন, গানটি নিয়ে আমি খুবই আশাবাদী এতো সুন্দর করে গানটি করার জন্য সবাইকে ধন্যবাদ।আশা করি গানটি প্রকাশ হবার পর সবাই পছন্দ করবেন।গানটির মিউজিক ভিডিও তে মডেল হিসেবে থাকবেন সাহিল তালুকদার নিজেই এবং বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি (BMI) এর এক নায়িকা।
এমকে/মমিতা