DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আরটিভি ইয়াং স্টার জাজেস চয়েস রাউন্ডে কিশোরগঞ্জের সংগীতশিল্পী প্রভা

রায়হান জামান,কিশোরগঞ্জ
অক্টোবর ১৫, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আরটিভিতে চলছে তরুণ সংগীত শিল্পীদের অংশগ্রহণে মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ সিজন ২। প্রতিযোগিতায় জাজেস চয়েস রাউন্ডে টিকেছেন কিশোরগঞ্জের তরুণ সংগীতশিল্পী নাফিসা আনজুম প্রভা।

অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ১৭ হাজার প্রতিযোগীর ভিডিও থেকে বাছাই করে ২৫০ জন প্রতিযোগীকে ‘স্টুডিও অডিশন’ রাউন্ডে ডাকা হয়। সেখান থেকে ৯১ জন পিয়ানো রাউন্ডে বাছাই হয়। ৯১ জনকে পেছনে ফেলে জাজেস চয়েস রাউন্ডে যায় ৪১ জন প্রতিযোগী। গত বুধবার (১১ অক্টোবর) রাত ৮ টায় আরটিভিতে পিয়ানো রাউন্ডের অডিশন হয়। জাজেস চয়েস রাউন্ডের অডিশন হবে আগামী বুধবার (১৮ অক্টোবর) রাত ৮ টায়।

জাজেস চয়েস রাউন্ডে বাছাই হওয়ায় অনুভূতি কেমন? জানতে চাইলে প্রভা বলেন, আমি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে অডিশন দিয়েছি। কারণ পিয়ানো রাউন্ড পর্যন্ত আমার এইচএসসি ফাইনাল পরীক্ষা চলছিলো। আমি জাজেস চয়েস রাউন্ডে টিকেছি এটা আমার সৌভাগ্য। এখন নিজেকে প্রস্তুত করছি। দেখা যাক ভাগ্যে কী আছে!

নাফিসা আনজুম প্রভা ছোটবেলা থেকেই গানের সাথে জড়িত। তিনি ওস্তাদ বিনয় কর এর কাছে গানের তালিম নিচ্ছেন। ক্যারিয়ারের পাশাপাশি গানটাকে ধরে রাখতে চান বলে জানান তরুণ এই সংগীতশিল্পী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬