DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই মে ২০২৪
ঢাকারবিবার ৫ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ওমর ফারুক হত্যার রহস্য উদঘাটন,আসামী গ্রেফতার

রায়হান জামান,কিশোরগঞ্জ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়া (৩৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকান্ডের সাথে জড়িত মামলার সন্দিগ্ধ আসামি আজাহারুলকে (২৮) গ্রেফতার করার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিনের আদালতে গ্রেপ্তার আজাহারুল নিজের নামসহ আরও ৫জনের নাম উল্লেখ করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় ঢাকার মোহাম্মদপুর রায়ের বাজার এলাকা থেকে আজাহারুলকে গ্রেফতার করে পিবিআই কিশোরগঞ্জ টিম। পরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিনের আদালতে তাকে হাজির করা হয়।

জানা যায়, ওমর ফারুক ওরফে তারা মিয়া (৩৫) গত ১০ নভেম্বর ২০২২ইং তারিখে নিজ মোটরসাইকেল নিয়ে করিমগঞ্জ নিয়ামতপুর ওয়াজ মাহফিলে অংশ গ্রহনের জন্য ২জন যাত্রী নিয়ে বাড়ি হতে বের হয়। পরবর্তীতে ১১ নভেম্বর ২০২২ইং তারিখ সকালে কানলা ব্রীজের উপর একটি মোটরসাইকেল ও এক জোড়া সেন্ডেল পাওয়া যায়। পরবর্তীতে ১২ নভেম্বর ২০২২ ইং তারিখে সকালে ইটনা থানাধীন চৌগাংগা সাকিনে পূর্ব দিকে এবং তাড়াইল থানাধীন গজারিয়া সাকিনে গুফরী নদীর দক্ষিনপাড়ে ভাসমান মৃত অবস্থায় ওমর ফারুক ওরফে তারা মিয়া লাশ পাওয়া যায়।

পিবিআই প্রাপ্ত তথ্য মতে, ২০২২ সালে ৭ই ফেব্রুয়ারী ইউপি নির্বাচনে মেম্বার পদ প্রার্থী মাজাহার অপর মেম্বার পদ প্রার্থী জিয়ার সাথে নির্বাচনি প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নির্বাচনের দিন মারামারি ঘটনা ঘটে। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু পক্ষের মধ্যে একাধিক মারামারি হয় এবং একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা করে। এ আধিপত্য নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে ফাঁসানোর জন্য আজাহারুল (২৮) সহ আরও ৫ জন মিলে ঢাকা রায়ের বাজার এলাকায় জীবিকার তাগিদে বসবাস করাকালীন হত্যার পরিকল্পনা করে। পূর্ব-পরিকল্পনা মোতাবেক দুই জন আসামী ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়ার মোটরসাইকেলে আরোহী সেজে ভাড়া নিয়ে করিমগঞ্জ নিয়ামতপুর ওয়াজ মাহফিল যায়।ওয়াজ মাহফিল শেষে বাড়ী ফেরার পথে পূর্ব-পরিকল্পনা অংশ হিসেবে অন্যান্য আসামীগন কানলা ব্রীজের উপর অবস্থান করে। ১০ নভেম্বর ২০২২ তারিখ দিবাগত রাত অনুমান ১২ টা থেকে ১ টার মধ্যে ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়া নিজ ব্যবহৃত মোটরসাইকেল যোগে দুই জন আসামী নিয়ে কালনা গ্রামের বন্নী নদীর ব্রীজের উপর আসা মাত্রই একজন আরোহী রূপে থাকা আসামী ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়াকে ঝাপটে ধরে।

তখন ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়া মোটরসাইকেল থামালে অন্যান্য আসামীগন মোটরসাইকেলের নিকট আসিয়া ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়া গলায় থাকা রুমাল দিয়ে মূখ ও গলা পেঁচিয়ে ধরে। গ্রেফতারকৃত আসামী আজাহারুল (২৮) ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়ার গলা বাম হাতে সজোরে চেপে ধরে ও অপর একজন পিছন থেকে ডিসিস্টে শরীরের সামনের অংশ চেপে ধরে। অপর একজন আসামী মোটরসাইকেলের পেছনে থাকা রশি দিয়ে ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়ার হাতসহ বুক, পেট পেচিয়ে ফেলে। একপর্যায়ে ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়াকে মোটরসাইকেল হতে নামিয়ে দু পা চেপে ধরে পা উপর দিকে তোলে অন্ড কোষে পরপর সজোরে তিনটি লাথি মারে। পরবর্তীতে ডিসিস্ট নিস্তেজ হয়ে পড়ে এবং মারা যায়। পরে আসামীগন লাশ গুম করার উদ্দেশ্যে ব্রীজের নিচে ঘাটে থাকা নৌকা যোগে নদীর মাঝ খানে নিয়ে ডিসিস্ট ওমর ফারুক ওরফে তারা মিয়াকে লাথি মেরে লাশ নদীতে ফেলে যার যার মত চলে যায়। আসামী আজাহারুল (২৮) সহ অন্যান্য আসামীগন প্রত্যেকে হত্যা করত লাশ গুম করার জন্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা পাবে বলে তদন্তে জানা যায়। তদন্তে প্রাপ্ত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার নিহতের পিতা মেনু মিয়া এজাহার দায়ের করেন যে,ওমর ফারুক ওরফে তারা মিয়া (৩৫) গত ১০ নভেম্বর ২০২২ তারিখে নিজ মোটরসাইকেল নিয়ে করিমগঞ্জ নিয়ামতপুর ওয়াজ মাহফিলে অংশ গ্রহনের জন্য বাড়ি হতে বাহির হয়ে যায়। বাড়ী হতে বাহির হওয়ার সময় তার স্ত্রী সালমাকে জানায় ২ জন যাত্রী নিয়ে উল্লেখিত ওয়াজ মাহফিলে যাবে। পরবর্তীতে ১১ নভেম্বর ২০২২ তারিখ সকালে কানলা ব্রীজের উপর একটি মোটরসাইকেল ও এক জোড়া সেন্ডেল পাওয়া যায়।

আরো পড়ুন :  নাটোরে পৌর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

পরবর্তীতে ১২/১১/২০২২ তারিখে সকাল ইটনা থানাধীন চৌগাংগা সাকিনে পূর্ব দিকে এবং তাড়াইল থানাধীন গজারিয়া সাকিনে গুফরী নদীর দক্ষিনপাড়ে ভাসমান মৃত অবস্থায় বাদীর ছেলে তারা মিয়ার লাশ পাওয়া যায়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনর্চাজ ইটনা থানা সূত্রোক্ত মামলাটি রুজু করিয়া মামলার তদন্তভার ইন্সপেক্টর (নিঃ) মোঃ মোস্তুফা কামাল এর উপর তদন্তভার অর্পন করেন। এ ঘটনা সংক্রান্ত ইটনা থানায় মামলা রুজু হওয়ার পর পিবিআই, কিশোরগঞ্জ জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করত ছায়া তদন্ত অব্যাহত রাখে। পরবর্তীতে মামলাটি পিবিআই সিডিউলভূক্ত হওয়ায় পিবিআই, কিশোরগঞ্জ মামলাটি গত ১ ডিসেম্বর ২০২২ তারিখ অধিগ্রহন করে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সাজ্জাদ রোমন এর উপর তদন্তভার অর্পন করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১