শিরোনাম:
ঝালকাঠিতে রূপান্তরের আইন সহায়তা কমিটির ওরিয়েন্টেশন
Astha DESK
- আপডেট সময় : ০৬:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ১০৯১ বার পড়া হয়েছে
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে ২৮ নভেম্বর- ২০২৪ ইং বৃহস্পতিবার দিনব্যাপী বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে ও ইউ,এস,এ,আই,ডির অর্থায়নে আইন সহায়তা কমিটির ওরিয়েন্টেশন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজাপুরের সন্তান বাগেরহাট সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা। রূপান্তরের রাজাপুর কাঠালিয়া উপজেলায় দায়িত্বরত প্রজেক্ট অফিসার মোঃ আজিজুল হকের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের জেলা কোর্ডিনেটর ঝুমু কর্মকার।
এর পরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ওরিয়েন্টেশন ও মানববন্ধনে উপজেলার ৫ টি ইউনিয়নের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, অপরাজিতা, এনজিও প্রতিনিধিসহ অন্তত ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
এমকে/আস্থা