DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৬শে মার্চ ২০২৫
ঢাকাবুধবার ২৬শে মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাত মাসে ১৩৯ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

মোঃ মানিক খান
জানুয়ারি ২৯, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সীমান্তে সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে বিজিবি’র চিকিৎসাসেবা প্রদান

সিলেটের  সীমান্ত জনপদে বিজিবির পক্ষ থেকে সীমান্ত অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বুধবার বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সিলেট সেক্টরের, সিলেট ৪৮-ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার প্রতাবপুর বিওপির আওতাভুক্ত সীমান্ত জনপদে বসবাসরত মানুষজনদের উপস্থিতে বিওপি সংলগ্ন এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় সভায় সীমান্ত নিরাপক্তা, সীমান্ত অপরাধ, যে কোনধরণের চোরাচালান, মানবপাচার, এপার ওপার অবৈধ অনুপ্রবেশ বন্ধে উন্মুক্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার, ওসি (তদন্ত), পশ্চিম জাফলং ইউপির প্যানেল চেয়ারম্যান,ইউপি সদস্য,স্থানীয় মসজিদের ইমাম,সিলেটের গোয়াইনঘাটের জাফলং নকশিয়ার পুঞ্জি (খাসিয়া জনগোষ্টী)’র হেডম্যান ওয়েলকাম লম্বা, সাংবাদিক সহ সীমান্তের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সেক্টরের,সিলেট ৪৮-ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো: হাফিজুর রহমান বলেন , গত ৫৪ বছরের ইতিহাসে  ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্য্যন্ত সুনামগঞ্জ সিলেট সীমান্ত এলাকায় ৪৮ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র বিজিবি কতৃক ১৩৯ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

রাষ্ট্রের সার্বিক উন্নতির সার্থে সকলকে আইন মেনে চলা, চোরাচালান কারবার, চোরাচালানের মালামাল পরিবহনের কাজ পরিহার করে সৎ জীবন যাপনের আহবান জানিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহবান জানান বিজিবি অধিনায়ক।
মতবিনিময় সভা পরবর্তী দিনব্যাপী সীমান্ত জনপদে বসবাসরত সুবিধা বঞ্চিত পরিবারের প্রায় ১ হাজার সদস্যদের মধ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবাসহ বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়।

দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি সিলেট সেক্টরের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ সহ অন্যান্য চিকিৎসকগণ। চিকিৎসাসেবা গ্রহকারিদের মধ্যে বিনামুল্যে ঔষধ বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন বিজিবি সিলেট সেক্টরের মেডিক্যাল টিম ও বিজিবি’র অন্যান্য সদস্যগণ।।

আরো পড়ুন :  নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭