শিরোনাম:
ফিল্ম ফেস্টিভ্যালের জন্য প্রস্তুত জামশেদ’র “উতল অপেক্ষা”
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১০৩৯ বার পড়া হয়েছে
রোকসানা লেইস’র গল্প ও পরিচালনায় “উতল অপেক্ষা” নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। যা ইতিমধ্যে সবার কাছে প্রশংসিত হয়েছে।
গ্রাম থেকে আসা একজন সহজ সরল যুবকের গল্প নিয়ে এগিয়ে যায় এই চলচ্চিত্র। যে মূলত একজন সাইকো! নারী শরীরের ঘ্রাণের প্রতি রয়েছে তার তীব্র আকর্ষণ। মূলত এইচআইভি নিয়ে সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতেই নির্মাতা এই চলচ্চিত্রটি নির্মাণ করেন।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জামশেদ শামীম, শেখ রাইসা, তাবাসসুম মিথিলা, সীমান্ত আহমেদ, বিভান বাদল, স্বর্না মনি সহ আরো অনেকে। চলচ্চিত্র-টি চলতি মাস থেকেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে বলে জানা যায়।
এমকে/আস্থা/আইএ