বাগেরহাট জেলার রামপাল উপজেলার ১০নং বাঁশতলী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।বিগত স্বৈরাচারী শাসনামলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সহযোগী, আওয়ামী দোসর, ড্রেজার চাদাবাজি করে লক্ষ লক্ষ টাকা উপার্জনকারী এবং ছাত্র-জনতা বিরুদ্ধে অবস্থানকারী সাংবাদিক পরিচয় দানকারী এই এম এ সবুর রানা।
এ সময়ে মানববন্ধনে বক্তারা চিহ্নিত চাঁদাবাজ, ছাত্র-জনতা বিরুদ্ধে অবস্থান কারী সবুর রানার গ্রেফতার ও অবিলম্বে বিচারের দাবি করেন ১০ নং বাশতলী ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি রকিবুল ইসলাম মুক্ত।
ভুক্তভুগি বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে আমরা অনেক নির্যাতন মামলার শিকার হয়েছি আমরা আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কর্মী হওয়ায় সবুর রানা তার নিজ ফেজবুক পোস্ট এ ঘের দখল এর মিথ্যা সংবাদ প্রকাশ করে ১০ নং বাঁশতলী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীর সম্নানহানীর চেষ্টা করে। এই সবুর রানা মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা সচেতনমহলে এই চিহৃিত চাঁদাবাজের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছি।
ভুক্তভোগী আরো বলেন, একজন ভুয়া সাংবাদিক হয়ে কিভাবে সে ইউএনও মহোদয় ও সহকারী কমিশনার ভূমি মহোদয় এর নাম ভাঙ্গিয়ে ড্রেজার মালিকদের কাছ থেকে চাঁদা নেয়।দুর্নীতি দমনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বক্তারা আহ্বান জানান। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রেতাত্নারা এখন বিভিন্ন এলাকায়, পাড়া-মহল্লায় বিরাজমান রয়েছে, তারা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে নানা যড়যন্ত্র করে যাচ্ছে। এসকল কথিত সাংবাদিকের যড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। এই কথিত চাঁদাবাজকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান ।
মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন শিকদার ফিরোজ,
শেখ সাইফুল ইসলাম,রেজাউল করিম রেজা, তালুকদার মনির,শেখ সবুর,নজরুল মীর, শেখ বকার,শেখ মনি প্রমূখসহ বাঁশতলী এলাকার শতশত সচেতন নাগরিকগন।
এমকে/আস্থা