DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

অবৈধ সম্পদ অর্জনে হাজী সেলিমের ১৩ বছর সাজার আপিলের রায় চলছে

DoinikAstha
মার্চ ৯, ২০২১ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ১৩ বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের রায় পড়া শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) এ রায় পড়ছেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
২৪ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। সেই সাথে হাজী সেলিমের ১৩ বছরের কারাদণ্ডাদেশের মামলার যাবতীয় নথি তলব করেছিলেন আদালত।

২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালে তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। আপিলেও হাজী সেলিমের সাজা বহাল থাকবে বলে প্রত্যাশা দুদকের।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]