DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, বাস ভাঙচুর

Doinik Astha
মার্চ ২, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

আধিপত্য বিস্তার নিয়ে রাজধানীর ধানমন্ডিতে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ধানমন্ডির গ্রিন রোড এলাকায় সংঘর্ষে জড়ান প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে মারামারি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনার মধ্যে দুপুরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের কলেজের বিজয়-৭১ নামে একটি বাস ভাঙচুর করে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজটির কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ করতে থাকে এবং আইডিয়াল কলেজের ব্যানার ছিড়ে ফেলে।

ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল হাকিমের দাবি- ঢাকা কলেজের সঙ্গে মূলত ঝামেলা না। সিটি কলেজ আর আইডিয়াল কলেজ থেকে সূত্রপাত। বিজয় ৭১ বাস আসার পথে আইডিয়ালের শিক্ষার্থীরা এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে বাসের বেশিরভাগ অংশ ভেঙে যায়। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল নিয়ে আইডিয়াল কলেজের সামনে গেলে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ওপর থেকে মিছিলে ঢিল ছুড়তে থাকে। এরপর চলে কয়েক দফা সংঘর্ষ।

ঢাকা কলেজের এই শিক্ষার্থী বলেন, সংঘর্ষে ঢাকা কলেজের অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থী আহত হন। আইডিয়াল কলেজের শিক্ষকদেরও এই সংঘর্ষে অংশ নিতে দেখা যায় বলেও দাবি করেন তিনি।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেল পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ঢাকা মেইলকে বলেন, সংঘর্ষের পর পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে সবাই ফিরে এসেছে। ক্যাম্পাস থেকে বাস ছেড়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই।

এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবুর  বলেন, শিক্ষার্থীদের মারামারি ও বাস ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন :  আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০