DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Astha Desk
নভেম্বর ৪, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মনি খাতুন (৩০) নামের এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার ( ৪ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এ দূঘর্টনা ঘটে। উপজেলার সোনামুখি ইউনিয়নের গণিপুর গ্রামের মোজাহার আলীর মেয়ে।

জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেল ষ্টেশনে পৌছার আগে রেল স্টেশনের দক্ষিণ দিকের আউটার সিগনালের কাছে পৌরএলাকার হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে ২৭৫ নম্বর ব্রীজের উত্তরপাশে ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হয়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাষ্টার খাতিজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

শান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মোক্তার হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর বিষয়ে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠানো হয়েছে। আইনগত পক্রিয়ার মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮