DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ে যাওয়া উক্রই মারমার দোকান পরিদর্শনে সেনাবাহিনী

Astha Desk
মার্চ ২১, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আগুনে পুড়ে যাওয়া উক্রই মারমার দোকান পরিদর্শনে সেনাবাহিনী

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুদকছড়া এলাকায় উক্রই মারমার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টায় মগপাড়ায় এ ঘটনা ঘটে।

এ খবর পেয়ে সকালে পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাত হোসাইন পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

উক্রই মারমা বলেন, এটি আমার জীবিকার একমাত্র মাধ্যম ছিল এই ঘরটি পুড়ে যাওয়ায় আমি সর্ব শান্ত হয়ে গেছি। আমার বসবাস করার কোন জায়গা না থাকায় আমি দোকানের এক কোণে বসত করতাম দোকানের সাথে সাথে আমার মাথা ঘুজার ঠাইটিও পুুড়ে ছাই হয়ে গেল।

সাবজোন কমান্ডার মেজর রিফাত পিএসসি হোসাইন অসহায় উক্রই মারমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার পাশাপাশি অসহায় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]