আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার (৩০ জানুয়ারি) সকালে নানগাড়হারের অশান্ত প্রদেশে এ হামলা চালানো হয়।তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে জানায়, সরকারি বাহিনীকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি মারাত্মক বোমা হামলার চালিয়েছে।
আরও পড়ুন:
সৌদি ও আমিরাতে স্থায়ীভাবে অস্ত্র বিক্রি বন্ধ করল ইতালি
তবে নানগাড়হার প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান আজমল ওমরের দাবি, হামলায় পাঁচজন আহত হলেও ১৫ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
এদিকে, এ ঘটনার পর নিরাপত্তাবাহিনী নানগাড়হারের রাজধানী জালালাবাদ শহরের কাছে বিস্ফোরক ভর্তি আরেকটি গাড়ি জব্দ করেছে। সম্প্রতি নানগাড়হার প্রদেশের একটি সশস্ত্র দল আইএসআইএল (আইএসআইএস) বেশ কয়েকটি মারাত্মক হামলা চালিয়েছে বলে জানিয়েছে নানগাড়হারের গভর্নরের কার্যালয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।