DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরছে ক্লাব ফুটবল

News Editor
অক্টোবর ১৭, ২০২০ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১২ দিন পর মাঠে ফিরছে ক্লাব ফুটবল। ক্লাব ফুটবল ফেরার দিনে ”সুপার সানডে” তে আছে কিছু বড় বড় দ্বৈরথ! ইংলিশ লীগে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল,তাদের প্রতিপক্ষ এভারটন। যদিও শেষ ১০ ম্যাচে এভারটনের বিরুদ্ধে হারের মুখ দেখে নি লিভারপুল তবে এবার লড়াই টা হবে ভিন্নভাবে। এখন পর্যন্ত লীগে ৪ ম্যাচ খেলে সব কয়টি জিতে লীগে শীর্ষে আছে এভারটন। হামেস রদ্রিগেজ কে নিয়ে আসার পর যেন এক ভিন্ন এভারটন কে দেখা যাচ্ছে এবার। গুডিসন পার্কে ম্যাচ টি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায়।

আরেক ম্যাচে মাঠে নামবে গার্দিওলার সিটি ও আর্তেতার আর্সেনাল। এটা আর্তেতার জন্য সবসময়ই একটু ভিন্ন ম্যাচ কারন তিনি আগে গার্দিওলার সহকারী কোচ হিসেবে ছিলেন।
আর্সেনালের অবস্থা আগে ভালো না থাকলেও আর্তেতা আসার পর তারা ২০২০ সালে ২ টি শিরোপা জিতেছে। ম্যান সিটির জন্য দুশ্চিন্তার কারন হলো তারা পাবে না তাদের অন্যতম সেরা প্লেয়ার ডি ব্রুইন কে। মূল স্ট্রাইকার আগুয়েরো ইঞ্জুরি থেকে ফিরে ট্রেনিং শুরু করলেও এখনও নিশ্চিত নয় সে। আরেক নাম্বার নাইন গ্যাব্রিয়েল জেসুসও ইঞ্জুরির জন্য ম্যাচ টি মিস করবেন।

বদলে যাওয়া বায়ার্ন মিউনিখ ফ্লিক যেখানে নায়ক

তাই ঘরের মাঠে খেলা হলেও সিটি একটু চাপে থাকবে বলাই যায়।

এদিকে ইতালি তে হবে মিলান ডার্বি। গত কয়েক বছর ধরে মিলানের দল ২ টি নিজেদের চেনা ছন্দে না থাকলেও এই সিজনে ভিন্ন ২ টি দল হয়েই আসছে তারা। গত মৌসুমে মাত্র ১ পয়েন্টের জন্য লীগ টাইটেল পায়নি কন্তের ইন্টার মিলান। এদিকে ইব্রাহিমোভিচ কে সাইন করানোর পর থেকে নিজেদের খুজে পেয়েছে এসি মিলানও।
ইব্রাহিমোভিচ আসার পর লীগ থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট তাদের। ৩ ম্যাচে ৩ জয়ে ২ নাম্বারে আছে এসি মিলান। জুভেন্টাসের প্রতিপক্ষ তলানির দল ক্রোতোনে,যারা ৩ ম্যাচে ৩ টাতেই হেরেছে।

লালীগাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে স্প্যানিশ ২ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে রিয়াল আতিথ্য দিবে নবাগত কাদিজ কে এবং বার্সেলোনা খেলতে যাবে গেটাফের মাঠে।
ম্যাচ দুটি শুরু হবে যথাক্রমে রাত সাড়ে ১০ টা এবং ১ টায়।
বুন্দেসলীগায় সাড়ে ৭ টায় হফেনহেইমেনের মাঠে আতিথ্য নিবে বরুশিয়া ডর্টমুন্ড। আরেক ম্যাচে রাত ১০.৩০ এ আর্মিনিয়া বিলেফেল্ডের মাঠে খেলতে যাবে বর্তমান চ্যাম্পিয়নস বায়ার্ন মিউনিখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ৩:৪৬
  • ৫:২৭
  • ৬:৪৫
  • ৬:৪১