DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আন্দোলন না করে আপনারা ঘরে বসে সিরিয়াল দেখেন-সেতুমন্ত্রী

Astha Desk
সেপ্টেম্বর ২, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আন্দোলন না করে আপনারা ঘরে বসে সিরিয়াল দেখেন-সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

আন্দোলন করে কোনো লাভ হবে না। আপনারা ঘরে বসে সিরিয়াল দেখেন। মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আরো কত কী। হায় রে জ্বালা, অন্তর্জ্বালা। বিএনপি নেতারা কাপুরুষ। এক কাপুরুষ নেতা দেশ থেকে পালিয়েছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়েছে। সে নাকি বাংলাদেশের নেতা। আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে? না মানে না।

 

আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা উত্তরের সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, আজকে কত লোক, লোকারণ্য। পথে পথে মানুষ আর মানুষ। কত যে মানুষ। এটা হয়ে গেছে মহাসমুদ্র। জনতার মহাসমুদ্রের গর্জনধ্বনি শুনতে পাচ্ছি। আজকের এই মহাসমুদ্র দেখলে তারা হারিয়ে যাবে। বিএনপি নেতারা কেবল বড় বড় কথা বলে। বাংলাদেশে গত ৪৮ বছরের সবচেয়ে বড় অর্জন একজন মানুষ তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমাদের অর্জন যদি কোনো মানুষকে বিবেচনা করি তিনিই আমাদের অর্জন। একটা সময় আসবে শেখ হাসিনা, শেখ রেহানা, আমি, আমরা কেউ থাকব না, কিন্তু অর্জনগুলো থেকে যাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮