আফগান স্পিন নিয়ে খুব বেশি চিন্তিত নন তামিম।ঘরের মাঠে স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের পরিকল্পনা থাকে বাংলাদেশের। তবে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে গেলে সেই স্পিনই হয়ে যায় টাইগারদের দুর্ভাবনার নাম।
রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবির মতো বিশ্বমানের স্পিনাররা হুমকি হয়ে দাঁড়ান।বু
ধবার চট্টগ্রামে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেও তাই আফগান স্পিনারদের কথা আসছে আলোচনায়। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, প্রতিপক্ষের স্পিন নিয়ে ভাবছেন না তারা।
রশিদ-মুজিব-নবির সমন্বয়ে গঠিত আফগানিস্তানের স্পিন আক্রমণকে ‘সম্ভবত বিশ্বের সেরা’ বলে অভিহিত করলেও তামিম বলছেন, ‘আমরা জানি কীভাবে তাদের মোকাবিলা করতে হয়।
সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে মঙ্গলবার তামিম আরো বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট বোলার নিয়ে কথা বলতে চাই না। সম্ভবত তাদের স্পিন আক্রমণ বিশ্বের সেরা, তবে আমরা অতীতে তাদের বিপক্ষে ভালো করেছি। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে।