DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আমের নাম নুরজাহান, লম্বায় ১ ফুট

DoinikAstha
আগস্ট ৩, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নুরজাহান। আয়তনে যা হার মানাবে আর সব আমকেই। আফগানিস্থানের এ আমটি লম্বায় প্রায় এক ফুট হয়ে থাকে। সাথে অতুলনীয় স্বাদ আর গন্ধ।

নুরজাহান মূলত আফগানিস্থানের হলেও খুব কম পরিমাণে ভারতেও এর দেখা মেলে। ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার কাথ্থিওয়াড়া অঞ্চলে এই জাতের কয়েকটি গাছ রয়েছে। নূরজাহান গাছের সংখ্যা আর ফলন এতটাই সীমিত যে, গাছে থাকতেই এই আমের আগাম বুকিং শুরু হয়ে যায়।

একটা গাছে ফলও ধরে খুব কম। কারণ একেকটা নূরজাহান আমের ওজন হয় প্রায় ২.৫ থেকে ৩ কিলোগ্রাম। এই আমের আটিঁর ওজনই প্রায় ১৫০ থেকে ২০০ গ্রাম। জানুয়ারি মাস থেকেই নূরজাহান গাছগুলোতে মুকুল ধরতে শুরু করে। জুন মাসের মধ্যে সম্পূর্ণ পেকে যায় নূরজাহান।

তবে বৈরি আবহাওয়ার কারণে আকৃতিতে ক্রমশ ছোট হচ্ছে এই আমটি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ৩:৪৯
  • ৫:২৯
  • ৬:৪৮
  • ৬:৪২