DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে করোনায় মৃত্যু ছাড়াল ১ লাখ

DoinikAstha
মার্চ ৯, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনায় নাস্তানাবুদ বেশ কয়েকটি দেশের মধ্যে অন্যতম একটি দেশ হলো ইতালি। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৩১৮ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১০৩ জন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯০২ জন। রোববার আক্রান্ত হয়েছিল ২০ হাজার ৭৬৫ জন। দেশটিতে দৈনিক আক্রান্তের ৫৪ শতাংশই নতুন করোনার রোগী।

দেশটিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর থেকে এ পর্যন্ত ৩০ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জনগনকে বার বার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে বলছে। কারণ, যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়েছে ইতালিতেও। তাতে তৃতীয় দফা ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এক সপ্তাহে সেখানে নতুন করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার জন। যা ২০২০ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

নতুন করোনার ঢেউ রুখতে বিভিন্ন প্রদেশের শহরগুলোতে লকডাউন জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে পানশালা, রেস্তেরাঁ, দোকানপাট ও স্কুল-কলেজ।

এদিকে ইতালিতে করোনার টিকাদান শুরু হলেও সাম্প্রতিক সময়ে ধীরগতিতে চলছে। তবে সরকার জানিয়েছে পরবর্তী কয়েক মাসের মধ্যে টিকাদান কর্মসূচির গতি বাড়ানো হবে। যাতে করে দেশের অধিকাংশ মানুষ টিকার আওতায় চলে আসে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০