আন্তর্জাতিক ডেস্কঃ
ইরাকে একটি করোনা হাসপাতালে অক্সিজেন ট্যাংকার বিস্ফোরণে আগুন লেগে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন।
শনিবার (২৪ এপ্রিল) রাতে দেশটির রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ইবনে খতিব হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।
ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান বলেন, “অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।”
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। অপরদিকে আতঙ্কিত লোকজন ঘটনাস্থল ত্যাগ করছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকে গত ফেব্রুয়ারি থেকেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৫ হাজার ২৮৮। এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।