DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত আলিয়া ভাট

DoinikAstha
এপ্রিল ২, ২০২১ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:

প্রেমিক রণবীর কাপুরের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি।

সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মতো সকল নিয়ম মেনে চলছি। সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। দয়াকরে নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’

এদিকে কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। তবে করোনামুক্ত হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি একজন নির্মাতার সঙ্গে দেখাও করেছেন তিনি। এই সময় গাড়িতে থাকা অবস্থায় ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন রণবীর।

গুঞ্জন শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে আলিয়াও সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও তখন কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছিলেন আলিয়া। ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি আপনাদের উদ্বেগ ও ভালোবাসা মাখানো বার্তাগুলো পড়েছি। আমি কোভিড-১৯ টেস্টে নেগেটিভ এসেছি। আইসোলেশনে থেকে ও আমার চিকিৎসকের সঙ্গে আলোচনার পর কাজে ফিরেছি। আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ। নিজের যত্ন নিচ্ছি এবং নিরাপদ থাকার চেষ্টা করছি। আপনারাও তাই করুন।’

বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।