শিরোনাম:
কাউনিয়ায় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১০৬১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা সদরের হলদীবাড়ি গ্রামে পা পিছলে পানিতে পড়ে মোতালেব হোসেন মুন্সি (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ আগষ্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত কমর উদ্দিন মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোতালেব হোসেন মুন্সি বুধবার সকালে বাড়ির সন্নিকটে কাউনিয়া রেলগেটে যান। সেখান থেকে বাড়ি ফিরতে জমির আইল দিয়ে আসার পথে হঠাৎ পা পিছলে রোপা আমন ক্ষেতের পানিতে পড়ে তার মৃত্যু হয়। তিনি হৃদ রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। খবর পেয়ে কাউনিয়া থানাপুলিশ ঘটনাস্থলে সুরতহাল সম্পন্ন করেছে।
কাউনিয়া থানার এসআই রাসেল পারভেজ জানান, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা রুজ্জু করে ময়নাতদন্ত ব্যতিত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



















