DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২২শে জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ২২শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা আ’লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান ইন্তেকাল করেছেন

Doinik Astha
মে ২, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রায়হান জামান, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান আজ সোমবার ভোর রাতে ইন্তেকাল  করেছেন।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান মিঠামইন উপজেলা পরিষদের একজন সফল চেয়ারম্যান হিসেবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান সভাপতি নির্বাচিত হন।

জেলা আওয়ামীলীগ ও পরিবার সূত্রে জানা গেছে, বাদ জোহর কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গনে প্রথম এবং বাদ আসর মিঠামইন উপজেলা মৈশাকান্দি গ্রামের বাড়িতে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১৩
  • ৪:০০
  • ৫:৪০
  • ৬:৫৬
  • ৬:৪৩