DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়্যারম্যান নির্বাচিত হলেন এ.এম.রুহুল কুদ্দুস ভূইয়া জনি

Astha Desk
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়্যারম্যান নির্বাচিত হলেন এ.এম.রুহুল কুদ্দুস ভূইয়া জনি

 

আশরাফুল ইসলাম রাজন/কটিয়াদী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নিকলীর এ.এম.রুহুল কুদ্দুস ভূইয়া জনি। গত রবিবার প্রাথমিক শিক্ষা পদক/২৩ থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও নিকলী উপজেলার সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

তিনি নিকলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক নিকলী উপজেলার সাবেক উপজেলা চেয়্যারম্যান ইসহাঁক ভূঁইয়ার ছেলে। তিনি বাবার মতো জনসেবা করার স্পৃহা থেকে স্বেচ্ছায় আসেন রাজনীতিতে।

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এ এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি বলেন, এ গৌরব আমার একার নয়, আমার প্রিয় নিকলীবাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগিতায় আজ আমি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমি নিকলী উপজেলাবাসীর সেবা করে যাব ইনশাল্লাহ।

এ বিষয়ে এ এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি বলেন, প্রথমবার কিশোরগঞ্জ জেলার সকলের দোয়াই নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। যা এক বিরল সম্মাননা উপজেলাবাসী আমাকে উপহার দিয়েছিলো।

উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকায় অনেক মানুষের দোয়া পেয়েছিলাম। যা আমার পরম পাওয়া।আর আমার সব কৃতিত্ব সবই উপজেলাবাসীর জন্য।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১