DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ছাএলীগ নেতাকে জখম করা সেই ২ ছিনতাইকারী গ্রেপ্তার

হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা
জুলাই ১৫, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা নগরীর রানীর দিঘীর দক্ষিণ পাড়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ (৩০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ও সাথে থাকা মেবাইল ফোন এবং নগদ অর্থ ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার সহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে (১৫ জুলাই) এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গেল ১৩ জুলাই নগরীর রানীর দিঘীরপাড় থেকে ছাএলীগ নেতা তৌফিকুল ইসলাম সবুজ নামে একজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে ছিনতাইকারীরা একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় উঠে পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ জুলাই ভূক্তভোগি সবুজ কোতয়ালী মডেল থানায় মামলা করেন।এ নিয়ে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এর নেতৃত্বে পুলিশ অভিযানে নামেন।

পরে ১৫ জুলাই সোমবার মধ্যে রাতে নগরীর মুরাদপুর থেকে মোঃ রকি (১৯) ও পশ্চিম ঠাকুরপাড়া এলাকা থেকে আল মোকাদ্দিম রিয়াজ (২৫) দুছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছেনি জব্দ করা হয়। এছাড়া ছিনতাইকৃত চার হাজার ৫০০ টাকা টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত রকি নগরীর রানীর দক্ষিন চর্থা এলাকার শাহআলম মিয়ার ছেলে ও আল মোকাদ্দিম রিয়াজ নগরীর রানীর বাজারের নোনাবাদ কলোনী এলাকার সৈয়দ আহম্মদ খোকন এর ছেলে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।ও গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এই ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে। তাঁরা দীর্ঘদিন ধরে শহর ও আশপাশ এলাকায় ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান রাফি, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন সহ অন্যরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০