শিরোনাম:
কুড়িগ্রামের উলিপুরে শিশু ধর্ষণের আভিযোগে আটক-১
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১১২৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এক শিশু ধর্ষনের অভিযোগে মহুবর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন দাসপাড়া এলাকায় নালায় গরুর ঘাস কাটতে যায় ৮ বছরের এক শিশু।
এ সময় মহুবর নামের ব্যক্তি শিশুটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। পরে শিশুটির সহপাঠীরা দৌড়ে বাড়িতে গিয়ে শিশুটির বাবা-মাকে বলে। এ সুযোগে শিশুটিকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে মহুবর। এ সময় শিশুটির আত্মচিৎকার করলে মহুবর তাকে ফেলে পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বুধবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির বলেন, আটক মহুবর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
























